profile cover image
profile thumbnail

ডাঃ দেওয়ান শাহিদুজ্জামান

ক্রাউন এন্ড ব্রীজ বিশেষজ্ঞ

বিডিএস (ঢাকা), পিজিটি ( মস্কো ) পিজিডি ( জাপান ) এমআইএডিটি ( ইউ এস এ ) dewan.001.da@daktaar.com

পরামর্শ ফিঃ 500Tk

বিএমডিসি রেজিস্ট্রেশন নংঃ 1234

চেম্বার !!

সাক্ষাতকারে আগ্রহী?

বনানী ডেন্টাল ক্লিনিক

হাউজ নং - ৭৪, রোড নং- ৬, ব্লক- সি
বনানী, ঢাকা - ১২১৩
গুলশান
ঢাকা

02222294040, 02222294242
01200000000
bananidental.001.sme@daktaar.com
bananidental.daktaar.com

এক নজরে সেবা সমূহ ..

   রুট ক্যানাল ট্রিটমেন্ট

   ডেন্টাল ক্যাপ (মেটাল/মেটাল ফ্রি)

   স্কেলিং এন্ড পলিশিং

   ডেনচার

   ডেন্টাল ফিলিং

   ফিক্সড ডেনচার

   ব্যাথামুক্ত দাঁত তোলা

   দাঁত সাদা করা

   ডেন্টাল ব্রিজ

   ওরাল সার্জারি

   পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি

   আঁকা বাঁকা দাঁত সোজা করা

   অন্যান্য

সেবা সমূহ ...

স্বাস্থ্য কণিকা ..

স্থায়ী ফিলিং এর পূর্বে অস্থায়ী ফিলিং করে নিন

প্রতিনিয়ত চিনি জাতীয় খাবার, সফট ড্রিঙ্কস, সঠিক ও সময়মতো ব্রাশ না করা, এবং খাবার জমে ব্যাকটেরিয়া তৈরি হলে দাঁতে কেভিটি হবার সম্ভাবনা থাকে। দাঁতে কেভিটি হলেঃ • দাঁতে গর্ত তৈরি হবে • দাঁতে হলুদ বা কালো দাগ পড়ে যাওয়া • দাঁতের সংবেদনশীলতা • দাঁতে ব্যথা হতে পারে দাঁতের ফিলিং (স্থায়ী বা অস্থায়ী) এ ক্ষেত্রে একটি চমৎকার সমাধান হতে পারে। এক্ষেত্রে দাঁতে স্থায়ী ফিলিং এর পূর্বে অস্থায়ী ফিলিং করা হয়। অস্থায়ী ফিলিং- দাঁত ক্ষয় হয়ে যখন দাঁতে ক্ষত তৈরি হয় তখন এই ক্ষতকে থামিয়ে দেয়া এবং ভবিষ্যতে আর যেন ক্ষত তৈরি না হয় তাঁর জন্য দাঁতে ফিলিং করে নিতে হয়। এটি স্থায়ী বা অস্থায়ী দুই ধরনের হতে পারে। এছাড়া যদি দাঁতে তীব্র ব্যথা তৈরি হয় এবং স্থায়ী ফিলিং এর জন্য পর্যাপ্ত সময় না থাকে তখন ব্যথা উপশমের জন্য ডাক্তার তাৎক্ষনিক সমাধান হিসাবে অস্থায়ী ফিলিং করতে পারেন। যদি দাঁতে ক্রাউন বা ক্যাপ বসানোর প্রয়োজন হয় তবে ক্যাপ প্রস্তুত হবার আগ পর্যন্ত দাঁতকে রক্ষার জন্য অস্থায়ী ফিলিং করে রাখা হয় । অতিরিক্ত নষ্ট দাঁতের ভিতর সংক্রমণ হলে সেখান হতে ব্যাকটেরিয়া ও নষ্ট টিস্যু সমূহ সরিয়ে নিতে রুট ক্যানেল করতে হতে পারে। রুট ক্যানেল করা হলে দাঁতের ভিতর যে গর্ত তৈরি হয় তাতে আবার যাতে সংক্রমণ না ঘটে তাঁর জন্য প্রাথমিক ভাবে অস্থায়ী ফিলিং করা হয়, এবং পরবর্তীতে রুট ক্যানেলে ব্যবহৃত ঔষধ কার্যকরী হলে অস্থায়ী ফিলিং সরিয়ে দিয়ে স্থায়ী ফিলিং করে নিতে হয়। অন্যথায় অস্থায়ী ফিলিং সরে গিয়ে সেখানে পুনরায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। স্থায়ী ফিলিং এর পূর্বে দাঁতকে রক্ষা করার জন্য অস্থায়ী ফিলিং করে ৭ (সাত) থেক ১৫ (পনের) দিন অবজারভেশন করা হয়। যদি এর মাঝে কোন ধরনের ব্যথা বা শিরশির অনুভব না হয় তবে ধরে নিতে হবে ভিতরে কোন সংক্রমণ বা ব্যাকটেরিয়া নেই এবং দাঁত এখন স্থায়ী ফিলিং এর জন্য প্রস্তুত। কাজেই স্থায়ী ফিলিং করার জন্য আবার ডাক্তারের কাছে যাওয়ার জন্য রোগীকে প্রস্তুত থাকতে হবে । অস্থায়ী ফিলিং এর জন্য দাঁতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যা আমাদের থুথুর সাথে মিশে শক্ত হয়ে যায়। এই উপাদনের রঙ সাধারনত দাঁতের রঙ হতে ভিন্ন হয় যেন তাদেরকে পরবর্তীতে সহজে চিহ্নিত করা যায়, যেমনঃ উজ্জ্বল সাদা, ছাই রঙ, হালকা গেলাপি বা বেগুনী । এতে করে পরবর্তীতে স্থায়ী ফিলিং এর সময় সহজে সরিয়ে ফেলা যায়। স্থায়িত্বঃ অস্থায়ী ফিলিং-এ যেহেতু নরম উপাদান ব্যবহার করা হয় এবং এর উদ্দেশ্যই হচ্ছে সাময়িক সময়ের জন্য, তাই এটি দীর্ঘস্থায়ী হয় না। এটি স্থায়িত্ব ব্যক্তি ও ব্যবহৃত উপাদানের উপর নির্ভর করে। তবে সাধারনত অস্থায়ী ফিলিং কয়েক সপ্তাহ হতে কয়েক মাস স্থায়ী হয়। অবশ্যই আপনার ডাক্তারের কাছ হতে পরবর্তী সাক্ষাতের সময় জেনে নিবেন। সময়ঃ অস্থায়ী ফিলিং-এর জন্য সাধারণত এক ঘন্টার কম সময় দরকার হয়। তবে ডেন্টাল ক্রাউন বা ক্যাপ ব্যবহারের দরকার হলে অতিরিক্ত কিছু সময় প্রয়োজন হবে। ===== অস্থায়ী ফিলিং এর খরচ স্থায়ী ফিলিং এর খরচ এর চেয়ে কম। ডাক্তার, চেম্বার, অবস্থান, উপাদান এর উপর ভিত্তি করে ফিলিং এর খরচ নির্ভর করে। ==== =========== এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। যে কোন পদক্ষেপের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। ============

বিস্তারিত জানুন
টুথপেস্ট থেকে কেন্সারের ঝুঁকি তৈরি হচ্ছে

কি কি সেবা daktaar.com থেকে পেতে পারেনঃ - আপনার যে টেস্টটি করানো প্রয়োজন তার জন্য একটি হসপিটাল বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান কি মূল্য নিয়ে থাকে তা অনলাইনে ঘরে বসেই জানতে পারবেন। - কোন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে কোন কোন ডাক্তার কখন, কবে চেম্বারে রোগী দেখবেন তা অনলাইনে বা ঘরে বসেই জানতে পারবেন। - উক্ত ডাক্তারের “APPOINTMENT” ঘরে বসে অনলাইনেই দিতে পারবেন। চেম্বারের কন্টাক্ট নাম্বার কালেক্ট করা, ফোন করে ডাক্তার কবে বসবেন, কখন রোগী দেখবেন ইত্যাদির আর প্রয়োজন নেই। শিডিউল ক্যালেন্ডারেই তা দেখতে পারবেন। - ধরেনিন আপনার নিকট কোন আত্মীয়ের যে কোন ধরনের সার্জারির প্রয়োজন, তাহলে উক্ত সার্জারি কোন কোন ডাক্তার করান, কোথায় করানো হয়, তার আনুমানিক খরচ কেমন ইত্যাদি এখানেই জানতে পারবেন। তথ্যের অভাবে আমরা অনেক সময় ভুল জায়গায় চিকিৎসা নেই। - আমাদের একটি ব্লাড ব্যাংক পেজ রয়েছে, উক্ত পেজের মাধ্যমে আপনি রক্ত দাতা হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, একই সাথে আপনার প্রয়োজনে আপনি রক্তের জন্য আবেদন ও করতে পারবেন। - আমরা চেষ্টা করছি স্বাস্থ্য খাতে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে যে কোন রোগ প্রতিরোধ ও তার প্রতিকার সহজ হয়। পরিশেষঃ আসুন নিজে সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ রাখি। ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। এবং এখানে প্রদর্শিত মূল্য সমূহ কাল্পনিক। যে কোন পদক্ষেপের পূর্বে কর্তৃপক্ষের পরামর্শ নিন। ============

বিস্তারিত জানুন
আমার প্রোফাইল ...

ডাঃ দেওয়ান শাহিদুজ্জামান

ক্রাউন এন্ড ব্রীজ বিশেষজ্ঞ

বিডিএস (ঢাকা), পিজিটি ( মস্কো ) পিজিডি ( জাপান ) এমআইএডিটি ( ইউ এস এ ) dewan.001.da@daktaar.com

আমি ডাঃ দেওয়ান শাহিদুজ্জামান XYZ ডেন্টাল কলেজ থেকে ১৯৯X সালে এমবিবিএস পাস করি। আমি XX তম বিসিএস ( স্বাস্থ্য ) পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হই এবং স্বনামধন্য একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসাবে ১৯৯X সালে যোগদান করি । ২০০X সালে আমি রাজশাহী মেডিকেল কলেজ হতে XYZ সম্পন্ন করি এবং একটি স্বনামধন্য জেনারেল হাসপাতালে ডেন্টাল বিভাগে যোগদান করি। দীর্ঘ কর্মজীবনে আমি বিভিন্ন ডিগ্রি অর্জনের সাথে সাথে অনেক প্রতিষ্ঠানে জনগণকে স্বাস্থ্য সেবা দিয়ে এসেছি, যেমনঃ ABC মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০০৫ হতে ২০০৭ পর্যন্ত ডেন্টাল বিশেষজ্ঞ ও ডেন্টাল বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলাম। এছাড়াঃ বর্তমানে আমি XYZ জেনারেল হাসপাতালে কনসালটেন্ট, ডেন্টাল বিভাগে সফলতা ও সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমার BMDC রেজিস্ট্রেশন নং- A-XXXXX ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। শুধুমাত্র উদাহরণের স্বার্থে প্রতিষ্ঠানের নাম ও বৎসর ও অন্যান্য তথ্য সম্পূর্ণ কাল্পনিকভাবে ব্যবহৃত হয়েছে। ===========

profile image
-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়