কিডনি রোগের লক্ষণ সমূহ :

-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়

কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ গুলোর মধ্যে একটি। কিডনি আমাদের শরীরে যে বর্জ্য তৈরি হয় তা প্রস্রাবের মাধ্যমে বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখতে ভূমিকা রাখে। কিন্ত এটি নিরবে তার কার্যকারিতা হারাতে থাকে যা সাধারনভাবে বুঝে উঠা অনেক সময় সম্ভব হয় না । সাধারণত লক্ষণ গুলো যখন ভালো ভাবে প্রকাশ পায়, ততোক্ষণে কিডনি তার কার্যকারিতা অনেকটাই হারিয়ে ফেলে। তাই কিডনি রোগের লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা জরুরী। ১। ফুসফুসে ফ্লুয়িড জমে শ্বাসপ্রশ্বাস এ সমস্যা দেখা দেয়। ঘন ঘন শ্বাস নিতে হয়। ২। কিডনির সমস্যা হলে প্রস্রাবের স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটে। প্রস্রাবের রঙ গাঢ় হয়, রাতের বেলা এ সমস্যা বেশি হয়ে থাকে। ৩। প্রস্রাবে আল্বুমিন এর উপস্থিতির কারনে প্রস্রাব ফেনাযুক্ত হবে। ৪। খাবারে অরুচি ও বমি বমি ভাব বেড়ে যাবে। ৫। পিঠের পিছনে ব্যথা অনুভব করা। ৬। প্রস্রাবের সাথে রক্ত গেলে দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিন। ৭। আপনার প্রস্রাবে যদি জ্বালা-পোড়া হয় তবে বুঝতে হবে ইউরিনারি ট্র্যাক্ট-এ ইনফেকশন হয়েছে। দ্রুত চিকিৎসা নিন, অন্যথায় তা কিডনিতে ছড়িয়ে পড়তে পারে। ৮। অতিরিক্ত পানি শরীরে জমে হাত, পা, ও অন্যান্য শারীরিক অঙ্গে ফোলাভাব তৈরি হতে পারে। ৯। রক্তে লোহিত কনিকার পরিমাণ কমে যায়। ১০। কিডনিতে সংক্রমণ হলে জ্বর আসতে পারে। ১১। ত্বকে অস্বাভাবিক চুলকানি ও র্যাাশ হতে পারে। ( এই স্বাস্থ্য টিপসটি শুধুমাত্র ওয়েব সাইটটির প্রাথমিক উপস্থাপনের জন্য স্যাম্পল (উদাহরন) স্বরূপ , যেকোনো পদক্ষেপের পূর্বে ডাক্তার এর সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে । )

লেখক পরিচিতিঃ

profile thumbnail

-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়

Dr. Bangladesh

Bone and Joint Specialist

এম বি বি এস ( ঢাকা ), বি সি এস ( স্বাস্থ্য ) , এম এস ( অর্থ

স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য ....

স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য ...

About

মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক।

Disclaimer

প্রদত্ত তথ্য সমূহ রেজিস্টার্ড ইউজার কর্তৃক প্রদত্ত, যে কোন পদক্ষেপ নেয়ার পূর্বে ডাক্তার বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিন।