ফ্যাকো অপারেশন ফি
ফাকো সার্জারি একটি ছোট আলট্রাসনিক প্রোব দিয়ে করা হয় যা দুই থেকে তিন মিলিমিটার চোখে ছিদ্র করে চোখের মধ্যে ঢোকানো হয়। এই প্রোবটি ঘোলাটে লেন্সকে ছোট ছোট টুকরো টুকরো করে ফেলে এবং চোখের এ টুকরোগুলো চুষে ফেলে। ফ্যাকো সার্জারি পদ্ধতিতে চোখের ছানিকে গলিয়ে তা বের করে চোখে কৃত্রিম লেন্স বসানো হয়। ফ্যাকো সার্জারি চালু হওয়ায় ছানি অপারেশনে তুলনামূলক ভাবে অনেক নিরাপদ ও অত্যন্ত কম সময়ে করা যায়। ফ্যাকো অপারেশন- ১) এ পদ্ধতিতে চোখের ঘোলাটে লেন্সকে গলিয়ে তা বের করা হয়। ২) এ পদ্ধতিতে রক্তক্ষরণ হয় না। ৩) চোখে ২.৫-৩ মি. মি. ছিদ্র করা হয়। ৪) সেলাইবিহীন অপারেশন ৫) অপারেশনের পর পরই বাড়ি যাওয়া যায়। ৬) সতর্কতামূলক এ অপারেশনের পর ৭ দিন চোখে পানি দেয়া নিষেধ। ৭) অপারেশনের পর সেরে উঠতে সময় কম লাগে। === প্রদর্শিত চার্জ শুধুমাত্র অপারেশন ও লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। এর সাথে আনুসাঙ্গিক চার্জ যোগ হবে। == পরিশেষঃ আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন । ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। যে কোন পদক্ষেপের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। ============