হেমোডায়ালাইসিস (নতুন ডায়ালাইজার)
সাধারণত একটি ডায়ালাইজারকে একাধিকবার ব্যবহার করা যায়। যেহেতু পুনরায় ব্যবহার এর ক্ষেত্রে ডায়ালাইজার কিনতে হয় না , তাই একই ডায়ালাইজার একাধিক বার ব্যবহারের ক্ষেত্রে প্রথমবার ডায়ালাইসিস এর চার্জ ও পরবর্তি ডায়ালাইসিস এর চার্জ ভিন্ন হয়। তবে প্রতিবার ব্যবহারে ডায়ালাইজারের কার্যকারিতা কমতে শুরু করে । প্রদর্শিত চার্জ ডায়ালাইজার ও অন্যান্য সকল খরচ একত্রিত করে দেখানো হয়েছে।