হেপাটাইসিস বি ভেক্সিন (১ম ও ২য় ডোজ)
হেপাটাইসিস বি ভাইরাস দ্বারা লিভার এর সংক্রমণ ঠেকাতে এই ভেক্সিন দেয়া হয়। এই ভাইরাস শরীরে প্রবেশের পর দীর্ঘদিন সুপ্ত থাকতে পারে এবং পরবর্তীতে তা লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার এর মত জটিল রোগ তৈরি করে। এ ক্ষেত্রে দুটি ভেক্সিন তিন মাস অন্তর নিতে হয় এবং বুস্টার টিকাটি তার ছয় মাস অন্তর নিতে হয়। তবে এ ভেকসিনের কার্যকারিতা পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকে। ফলে পাঁচ বছর পর এ টিকা আবার নিতে হয়। হাসপাতালে আসতে অপারগ হলে আপনি আমাদের হোম সার্ভিসের জন্য আবেদন করতে পারেন।