রক্তদান ক্যাম্পেইনে রক্ত দাতাদের উপচেপড়া ভিড়
-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়
২৫-০৮-২০২৩ তারিখে প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেড, বনানী শাখায় একটি ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত রক্ত দান কর্মসুচিতে ধারনার চেয়ে অনেক বেশী সংখ্যক রক্ত দাতার উপস্থিত হয়েছেন এবং যা রক্ত দান কর্মসুচিকে এনেক প্রনবন্ত করে তুলে। এছাড়া মানুষের মাঝে রক্ত দানের প্রতি আগ্রহ একটি ইতিবাচক দিক যা ভবিষ্যতে বিভিন্ন চিকিৎসায় রক্তের প্রয়োজনীয়তা পুরন করতে সাহায্য করবে।