সেলাই বিহীন ছানি অপারেশন

info image

চোখে যদি একবার ছানি পড়ে তবে তা কোন ঔষধের মাধ্যমে দূর করা সম্ভব নয়। অপারেশনের মাধ্যমে চোখের ছানি অপসারণ করা সম্ভব এবং পুনরায় দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব। ছানি পড়ার কারনে চোখের লেন্সটি অস্বচ্ছ হয়ে পড়ে এবং অপারেশনের সময় চোখের ভেতরের অস্বচ্ছ লেন্স বের করে তার জায়গায় কৃত্রিম লেন্স বসিয়ে দেয়া হয়। রেটিনা এবং ভিট্রিয়াসে যদি কোন সমস্যা না থাকে তাহলে ছানি অপারেশনের মাধ্যমে আবার চোখের পূর্বের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। ছানি অপসারণের পর কৃত্রিম লেন্স সংযোজন করা হয়। কৃত্রিম লেন্সটি পূর্বের স্বচ্ছ লেন্সের মতোই কার্যকর। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারনে বর্তমানে ছানি অপারেশন অনেক কম সময়ে এবং সেলাইবিহীন উপায়ে করা সম্ভব যাকে স্মল ইনসিশন ছানি অপারেশন বা এসআইসিএস নামে পরিচিত। এ পদ্ধতিতে চোখের মাত্র ৫-৬ মি.মি. কেটে ফেলা হয়, এর পর তার ভেতর দিয়ে ছানি অপসারণ করা হয় এবং উক্ত স্থানে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়। মাত্র ৩০০০/= টাকায় অত্যাধুনিক পদ্ধতিতে বিদেশী লেন্স সহকারে সাধারন ছানি অপারেশন করা হয়।

ইসিবি স্পেশালাইজড আই হসপিটাল

মৈত্রী কমপ্লেক্স, ৫৭১, দক্ষিন মানিকদি, , আই এফ আই সি ব্যাংক এর ৩য় তলা (লিফট এর-২), ই সি বি চত্বর , ক্যান্টনমেন্ট , ঢাকা

ডাঃ সাইয়্যাদুল আবরার

চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন

সেলাই বিহীন ছানি অপারেশন

প্রদর্শিত মূল্য আপনি সরাসরি কর্তৃপক্ষের নিকট জমা দিবেন
daktaar.com আপনার কাছ হতে কোনরূপ টাকা গ্রহন করবে না
আবেদন সম্পন্ন হবার পর সার্ভিস বুকিং নিশ্চিত করতে কর্তৃপক্ষ হতে আপানার সাথে যোগাযোগ করা হবে।
বুকিং নিশ্চিত না হলে যেকোনো পদক্ষেপের পূর্বে প্রাপ্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন।

ডাঃ সাইয়্যাদুল আবরার

চেম্বারঃ ইসিবি স্পেশালাইজড আই হসপিটাল
-- চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন

ডাঃ সাইয়্যাদুল আবরার

-- চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
About

মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক।

Disclaimer

প্রদত্ত তথ্য সমূহ রেজিস্টার্ড ইউজার কর্তৃক প্রদত্ত, যে কোন পদক্ষেপ নেয়ার পূর্বে ডাক্তার বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিন।