সেলাই বিহীন ছানি অপারেশন
চোখে যদি একবার ছানি পড়ে তবে তা কোন ঔষধের মাধ্যমে দূর করা সম্ভব নয়। অপারেশনের মাধ্যমে চোখের ছানি অপসারণ করা সম্ভব এবং পুনরায় দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব। ছানি পড়ার কারনে চোখের লেন্সটি অস্বচ্ছ হয়ে পড়ে এবং অপারেশনের সময় চোখের ভেতরের অস্বচ্ছ লেন্স বের করে তার জায়গায় কৃত্রিম লেন্স বসিয়ে দেয়া হয়। রেটিনা এবং ভিট্রিয়াসে যদি কোন সমস্যা না থাকে তাহলে ছানি অপারেশনের মাধ্যমে আবার চোখের পূর্বের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। ছানি অপসারণের পর কৃত্রিম লেন্স সংযোজন করা হয়। কৃত্রিম লেন্সটি পূর্বের স্বচ্ছ লেন্সের মতোই কার্যকর। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারনে বর্তমানে ছানি অপারেশন অনেক কম সময়ে এবং সেলাইবিহীন উপায়ে করা সম্ভব যাকে স্মল ইনসিশন ছানি অপারেশন বা এসআইসিএস নামে পরিচিত। এ পদ্ধতিতে চোখের মাত্র ৫-৬ মি.মি. কেটে ফেলা হয়, এর পর তার ভেতর দিয়ে ছানি অপসারণ করা হয় এবং উক্ত স্থানে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়।