রুট ক্যানেল ট্রিটমেন্ট

info image

রুট ক্যানেলঃ যখন দাঁতের এনামেল ক্ষয় হয়ে যায় তখন ডেন্টাল ক্যারিজ হয় যার ফলে পরবর্তীতে দাঁতের ডেন্টিন ক্ষয় হয়। একসময় তা দাঁতের পাল্প টিস্যু ও নার্ভ এ সংক্রমণ করে বসে এবং রোগী অত্যন্ত ব্যথা অনুভব করতে থাকে এবং দাঁতের মাড়ি ফুলে উঠে। এ সমস্যার সমাধান করার একটি পদ্দতিই হলো রুট ক্যানেল। এ সমস্যা সমাধানের জন্য প্রথমে সংক্রমিত এলাকা ভালো ভাবে পরিষ্কার করা হয় এরপর ফাঁকা স্থানে বিশেষ রকমের প্লাস্টার ব্যবহার করে গর্ত পুর্ন করা হয়। এর পর সিরামিক বা মেটালের ক্যাপ বা টুপি বসিয়ে দাঁতটিকে সুরক্ষিত করা হয়। রুট ক্যানেল করার পরঃ ১। দিনে অন্তত দু-বার গরম পানিতে লবন দিয়ে কুলি করবেন। ২। শক্ত ব্রাশ ব্যাবহার করবেন না। ৩। জোরে ব্রাশ করবেন না। ৪। বেশী ঠাণ্ডা পানি পরিহার করতে হবে। ৫। এলকোহল সব সময়ই পরিহার করতে হবে। ৬। ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে ও জীবন যাপন করতে হবে। ৭। জোর করে বা অপ্রয়োজনে রুট ক্যানেল করা হতে বিরত থাকুন। ৮। এছাড়া দাঁত পরিস্কারের জন্য ফ্লস ব্যবহার করতে পারেন। সাবধানতাঃ • জোর করে বা অপ্রয়োজনে রুট ক্যানেল করা হতে বিরত থাকুন। • রুট ক্যানেলের বিভিন্ন পর্যায়ে দাঁতের এক্স-রে করে নিলে ভুল হবার সম্ভাবনা থাকবে না। • একবার রুট ক্যানেল করা হলে সেই দাঁত যদি তুলতে হয় তবে একাধিক সমস্যায় পড়তে হয়। অসাবধানতায় পাশের দাঁত নষ্ট হতে পারে। জেনে রাখুনঃ • এক সাক্ষাতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় না। যেহেতু একই সাথে দাঁতের ভিতর হতে সংক্রমণ দুর করতে হয় এবং গর্ত প্লাস্টার দিয়ে পূরণ করতে হয় তাই এ চিকিৎসায় একাধিকবার ডাক্তারের কাছে যেতে হয়। অনেকেই এ কারনে ডাক্তারকে অবমূল্যায়ন করে থাকে যা সম্পূর্ণ ভুল। • চিকিৎসা কালীন ও পরবর্তীতে অবশ্যই ডাক্তারে পরামর্শ অনুযায়ী চলতে হবে। ==== আমাদের এখানে সর্বাধুনিক মেশিনের ( এন্ডোমোটর ) সাহায্যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়। ==== ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। যে কোন পদক্ষেপের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। ============

ফারাজী ডেন্টাল

১৪/এ, রবীন্দ্র সরণি রোড, , সেক্টর-৭, উত্তরা, ঢাকা , উত্তরা , ঢাকা

ডাঃ পায়েল মুনতাসির

ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি

রুট ক্যানেল ট্রিটমেন্ট

প্রদর্শিত মূল্য আপনি সরাসরি কর্তৃপক্ষের নিকট জমা দিবেন
daktaar.com আপনার কাছ হতে কোনরূপ টাকা গ্রহন করবে না
আবেদন সম্পন্ন হবার পর সার্ভিস বুকিং নিশ্চিত করতে কর্তৃপক্ষ হতে আপানার সাথে যোগাযোগ করা হবে।
বুকিং নিশ্চিত না হলে যেকোনো পদক্ষেপের পূর্বে প্রাপ্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন।

ডাঃ পায়েল মুনতাসির

চেম্বারঃ ফারাজী ডেন্টাল
-- ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি

ডাঃ পায়েল মুনতাসির

-- ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি
About

মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক।

Disclaimer

প্রদত্ত তথ্য সমূহ রেজিস্টার্ড ইউজার কর্তৃক প্রদত্ত, যে কোন পদক্ষেপ নেয়ার পূর্বে ডাক্তার বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিন।