সি বি সি
CBC কেন করা হয়? রক্তাল্পতা (Anemia) আছে কি না জানতে – হিমোগ্লোবিন, RBC কম আছে কিনা দেখা হয়। সংক্রমণ আছে কিনা জানতে – WBC বেশি বা কম হলে শরীরে ইনফেকশন, ভাইরাস/ব্যাকটেরিয়ার উপস্থিতি বোঝা যায়। রক্তপাত বা জমাট বাঁধার সমস্যা আছে কি না জানতে – Platelet কম বা বেশি হলে সমস্যা ধরা পড়ে। ডিহাইড্রেশন বা অন্যান্য শারীরিক অবস্থা মূল্যায়নে – রক্তের বিভিন্ন উপাদানের পরিবর্তনে এমন সংকেত পাওয়া যায়। দীর্ঘমেয়াদি রোগ পর্যবেক্ষণে – যেমন থাইরয়েড সমস্যা, ক্যান্সার, কেমোথেরাপি, কিডনি রোগ—এসব ক্ষেত্রে নিয়মিত CBC করা হয়। অপারেশনের আগে চেকআপের জন্য – রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা বোঝা হয়। দেহে প্রদাহ বা অ্যালার্জি আছে কি না জানতে – কিছু ক্ষেত্রে WBC সাবটাইপ দেখে বোঝা যায়। সহজভাবে বললে CBC করা হয় শরীরের সামগ্রিক স্বাস্থ্য, সংক্রমণ, রক্তাল্পতা, রক্তক্ষরণ বা রক্ত জমাট সমস্যা শনাক্ত করার জন্য।.