সি বি সি

info image

CBC কেন করা হয়? রক্তাল্পতা (Anemia) আছে কি না জানতে – হিমোগ্লোবিন, RBC কম আছে কিনা দেখা হয়। সংক্রমণ আছে কিনা জানতে – WBC বেশি বা কম হলে শরীরে ইনফেকশন, ভাইরাস/ব্যাকটেরিয়ার উপস্থিতি বোঝা যায়। রক্তপাত বা জমাট বাঁধার সমস্যা আছে কি না জানতে – Platelet কম বা বেশি হলে সমস্যা ধরা পড়ে। ডিহাইড্রেশন বা অন্যান্য শারীরিক অবস্থা মূল্যায়নে – রক্তের বিভিন্ন উপাদানের পরিবর্তনে এমন সংকেত পাওয়া যায়। দীর্ঘমেয়াদি রোগ পর্যবেক্ষণে – যেমন থাইরয়েড সমস্যা, ক্যান্সার, কেমোথেরাপি, কিডনি রোগ—এসব ক্ষেত্রে নিয়মিত CBC করা হয়। অপারেশনের আগে চেকআপের জন্য – রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা বোঝা হয়। দেহে প্রদাহ বা অ্যালার্জি আছে কি না জানতে – কিছু ক্ষেত্রে WBC সাবটাইপ দেখে বোঝা যায়। সহজভাবে বললে CBC করা হয় শরীরের সামগ্রিক স্বাস্থ্য, সংক্রমণ, রক্তাল্পতা, রক্তক্ষরণ বা রক্ত জমাট সমস্যা শনাক্ত করার জন্য।.

মিরপুর জেনারেল হসপিটাল

প্লট# ২৪, রোড# ০৮, ব্লক# এ, ঢাকা ১২১৬ , , dhaka

সি বি সি

প্রদর্শিত মূল্য আপনি সরাসরি কর্তৃপক্ষের নিকট জমা দিবেন
daktaar.com আপনার কাছ হতে কোনরূপ টাকা গ্রহন করবে না
আবেদন সম্পন্ন হবার পর সার্ভিস বুকিং নিশ্চিত করতে কর্তৃপক্ষ হতে আপানার সাথে যোগাযোগ করা হবে।
বুকিং নিশ্চিত না হলে যেকোনো পদক্ষেপের পূর্বে প্রাপ্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন।
মিরপুর জেনারেল হসপিটাল

মিরপুর জেনারেল হসপিটাল

About

মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক।

Disclaimer

প্রদত্ত তথ্য সমূহ রেজিস্টার্ড ইউজার কর্তৃক প্রদত্ত, যে কোন পদক্ষেপ নেয়ার পূর্বে ডাক্তার বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিন।