অস্টিওপোরেসিস সম্পর্কে জানুন, এটি একটি নিরব ঘাতক
-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়
অস্টিওপোরেসিস একটি হাড় জনিত সমস্যা। আমাদের হাড়ে যখন মিনারেল কমে আসে বা আমাদের হাড় যখন সরু হয়ে যায় তখন অস্টিওপোরেসিস নামক হাড়ের সমস্যা তৈরি হয়। এটি সাধারনত বয়স্ক লোকের হয়ে থাকে। অস্টিওপোরেসিস হলে সাধারনত মেরুদণ্ডের কশেরুকার হাড়, হাতের হাড় ও কোমরের হাড় ভেঙ্গে যায়।