পিত্তথলি ফেলে দিলে কি কোন সমস্যা হয়
-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়
- প্রথমত জানতে হবে যে, আমাদের শরীরে যে পিত্তরস তৈরি হয় যা আমাদের খাবার হজমের জন্য প্রয়োজনীয় তা আমাদের লিভারে তৈরি হয়। পিত্তথলি এই পিত্তরস আমাদের খুদ্রান্তে প্রবাহ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ শরীরে যখন যে টুকু দরকার তার উপস্থিতি নিয়ন্ত্রণ করে। পিত্তথলি না থাকলে পিত্তরস লিভার হতে সরাসরি খুদ্দ্রান্তে গিয়ে খাবারের সাথে মিশে যাবে। যেহেতু বডি এ প্রক্রিয়ার সাথে অভ্যস্ত নয়, তাই তাকে এর সাথে অভ্যস্ত হতে দুই থেকে তিন মাস সময় নিতে হয়। এ দুই তিন মাস কিছুটা সমস্যা হতে পারে যা পড়ে ঠিক হয়ে যায়। পিত্তথলিতে পাথর তৈরি কিভাবে প্রতিরোধ করা যায়ঃ - দ্রুত ওজন কমানো চেষ্টা না করা, ধীরে ধীরে ওজন কমানো ভালো। - শরীরের ওজন যেন খুব বেশী না হয় সে দিকে খেয়াল রাখা। - জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার না করা।