কখন দাঁতে ডেন্টাল ব্রীজ করতে হয়
-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়
দুটি দাঁতের মাঝে ফাঁকা অংশ বেশী হলে তা বিভিন্ন সমস্যা তৈরি করে।যেমনঃ • দাঁত একদিকে ঝুঁকে পড়তে যেতে পারে। • দাঁত তাঁর অক্ষের উপর ঘুরে যেতে পারে। • মাড়িতে রোগ হতে পারে। এই ফাঁকা অংশ পূরণ করার জন্য ব্রীজ করা হয়।