ডেন্টাল ক্রাউন (ক্যাপ) ও ব্রীজ
ডেন্টাল ক্রাউন বা ক্যাপ ধাতব পদার্থ দ্বারা তৈরি। বর্তমানে ক্যাপের উপরিভাগ পরসিলিন দ্বারা তৈরি থাকে। রোগীর দাঁতের রঙের সাথে মিল রেখে ক্যাপ তৈরি করা হয় ফলে ক্যাপ ও মূল দাঁতের মধ্যে পার্থক্য বুঝা যায় না। ডেন্টাল ক্রাউন (ক্যাপ) ও ব্রীজঃ • আমাদের দাঁত কোন ভাবে ভেঙ্গে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে, • দাঁতের গোঁড়ায় ইনফেকশনের কারনে রুট ক্যানাল করা হলে, • জন্মগত ভাবে দাঁত ত্রুটিযুক্ত হলে বা বিবর্ণ হলে , • দাঁতে ক্ষয় তৈরি হয়ে বড় গর্ত হলে তা ফিলিং পূর্বক দাঁত রক্ষার্থে, • এছাড়া ক্ষতিগ্রস্ত দাঁতকে দীর্ঘদিন ভালো রাখের জন্য অধিকাংশ সময় ডেন্টাল ক্রাউন বা দাঁতের উপর ক্যাপ পরানো হয়। সঠিক ভাবে ক্রাউন বা ক্যাপ বসানো হলে এটিকে স্বাভাবিক দাঁতের মতো মনে হবে এবং গভীর ভাবে লক্ষ্য না করলে পার্থক্য বুঝা যায় না। দুটি দাঁতের মাঝে ফাঁকা অংশ বেশী হলে তা বিভিন্ন সমস্যা তৈরি করে।যেমনঃ • দাঁত একদিকে ঝুঁকে পড়তে যেতে পারে। • দাঁত তাঁর অক্ষের উপর ঘুরে যেতে পারে। • মাড়িতে রোগ হতে পারে। এই ফাঁকা অংশ পূরণ করার জন্য ব্রীজ করা হয়। কি কি ধরনের ডেন্টাল ক্রাউন বা ক্যাপ রয়েছেঃ ১। জিরকোনিয়া ২। ই-ম্যাক্স ক্রাউন ৩। মেটালিক ক্রাউন ৪। পোরসেলিন ক্রাউন ৫। গোল্ডপ্ল্যাটেড ক্রাউন ক্যাপ লাগানোর পরঃ ১। ক্যাপ লাগানোর পর দাঁতের বিশেষ যত্ন নিতে হয়। ২। দাঁত পরিস্কার করার জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। ৩। গরম পানিতে লবন মিশিয়ে প্রতিদিন নুন্যতম একবার কুলি করুন। লবন পানির কুলি দাঁতকে বিভিন্ন সংক্রমণ হতে রক্ষা করে। ৪। দাঁত মাজার সাথে মাড়ি ম্যাসাজ করা ভালো, এতে দাঁতের মাড়ি শক্ত হবে। ডেন্টাল ক্রাউন/ক্যাপ এর খরচঃ খরচ নির্ভর করে কি ধরনের ক্যাপ আপনি ব্যবহার করতে চান। বিভিন্ন ধরনের ক্রাউন এর মূল্য বিভিন্ন। ==== ওয়েবসাইটে প্রদর্শিত খরচ বা চার্জ একটি সাধারন রোগীর জন্য প্রযোজ্য। আপনার রোগ, ক্রাউন বা ক্যাপ, ব্রীজ এর ধরন এবং অন্যান্য আনুসাঙ্গিক বিষয়ের কারনে চার্জ কিছুটা বেশী হতে পারে ====