বিডিএস ( রাজশাহী মেডিকেল কলেজ ) পিজিটি ( করজেরভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স ) স্পেশাল ট্রেনিং ইন কসমেটিক ডেন্টিস্ট্রি
পরামর্শ ফিঃ 500Tk
সাক্ষাতকারে আগ্রহী?
১৪৪, সীমান্ত মার্কেট (২য় তলা), মানিকদী বাজার
( মাছ বাজারের উত্তর পার্শ্বে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সংলগ্ন ), ঢাকা ক্যান্টঃ
পরামর্শ সেবা
রুট ক্যানাল ট্রিটমেন্ট
ডেন্টাল ক্যাপ (মেটাল/মেটাল ফ্রি)
স্কেলিং এন্ড পলিশিং
ডেনচার (পাটির দাঁত বাঁধানো)
স্থায়ী ও অস্থায়ী ডেন্টাল ফিলিং
ফিক্সড ডেনচার (পাটির দাঁত স্থায়ী বাঁধানো)
ব্যাথামুক্ত দাঁত তোলা
দাঁত সাদা করা
ডেন্টাল ব্রিজ
ওরাল সার্জারি
পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি
আঁকা বাঁকা দাঁত সোজা করা
দাঁত বাঁধানো
ডেন্টাল ক্রাউন
ডেন্টাল ইমপ্ল্যান্ট
জিঞ্জিভাইটিস (মাড়ির সংক্রমণজনিত রোগ)
অন্যান্য
দুটি দাঁতের মাঝে ফাঁকা অংশ বেশী হলে তা বিভিন্ন সমস্যা তৈরি করে।যেমনঃ • দাঁত একদিকে ঝুঁকে পড়তে যেতে পারে। • দাঁত তাঁর অক্ষের উপর ঘুরে যেতে পারে। • মাড়িতে রোগ হতে পারে। এই ফাঁকা অংশ পূরণ করার জন্য ব্রীজ করা হয়।
বিস্তারিত জানুনপ্রতিনিয়ত চিনি জাতীয় খাবার, সফট ড্রিঙ্কস, সঠিক ও সময়মতো ব্রাশ না করা, এবং খাবার জমে ব্যাকটেরিয়া তৈরি হলে দাঁতে কেভিটি হবার সম্ভাবনা থাকে। দাঁতে কেভিটি হলেঃ • দাঁতে গর্ত তৈরি হবে • দাঁতে হলুদ বা কালো দাগ পড়ে যাওয়া • দাঁতের সংবেদনশীলতা • দাঁতে ব্যথা হতে পারে দাঁতের ফিলিং (স্থায়ী বা অস্থায়ী) এ ক্ষেত্রে একটি চমৎকার সমাধান হতে পারে। এক্ষেত্রে দাঁতে স্থায়ী ফিলিং এর পূর্বে অস্থায়ী ফিলিং করা হয়। অস্থায়ী ফিলিং- দাঁত ক্ষয় হয়ে যখন দাঁতে ক্ষত তৈরি হয় তখন এই ক্ষতকে থামিয়ে দেয়া এবং ভবিষ্যতে আর যেন ক্ষত তৈরি না হয় তাঁর জন্য দাঁতে ফিলিং করে নিতে হয়। এটি স্থায়ী বা অস্থায়ী দুই ধরনের হতে পারে। এছাড়া যদি দাঁতে তীব্র ব্যথা তৈরি হয় এবং স্থায়ী ফিলিং এর জন্য পর্যাপ্ত সময় না থাকে তখন ব্যথা উপশমের জন্য ডাক্তার তাৎক্ষনিক সমাধান হিসাবে অস্থায়ী ফিলিং করতে পারেন। যদি দাঁতে ক্রাউন বা ক্যাপ বসানোর প্রয়োজন হয় তবে ক্যাপ প্রস্তুত হবার আগ পর্যন্ত দাঁতকে রক্ষার জন্য অস্থায়ী ফিলিং করে রাখা হয় । অতিরিক্ত নষ্ট দাঁতের ভিতর সংক্রমণ হলে সেখান হতে ব্যাকটেরিয়া ও নষ্ট টিস্যু সমূহ সরিয়ে নিতে রুট ক্যানেল করতে হতে পারে। রুট ক্যানেল করা হলে দাঁতের ভিতর যে গর্ত তৈরি হয় তাতে আবার যাতে সংক্রমণ না ঘটে তাঁর জন্য প্রাথমিক ভাবে অস্থায়ী ফিলিং করা হয়, এবং পরবর্তীতে রুট ক্যানেলে ব্যবহৃত ঔষধ কার্যকরী হলে অস্থায়ী ফিলিং সরিয়ে দিয়ে স্থায়ী ফিলিং করে নিতে হয়। অন্যথায় অস্থায়ী ফিলিং সরে গিয়ে সেখানে পুনরায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। স্থায়ী ফিলিং এর পূর্বে দাঁতকে রক্ষা করার জন্য অস্থায়ী ফিলিং করে ৭ (সাত) থেক ১৫ (পনের) দিন অবজারভেশন করা হয়। যদি এর মাঝে কোন ধরনের ব্যথা বা শিরশির অনুভব না হয় তবে ধরে নিতে হবে ভিতরে কোন সংক্রমণ বা ব্যাকটেরিয়া নেই এবং দাঁত এখন স্থায়ী ফিলিং এর জন্য প্রস্তুত। কাজেই স্থায়ী ফিলিং করার জন্য আবার ডাক্তারের কাছে যাওয়ার জন্য রোগীকে প্রস্তুত থাকতে হবে । অস্থায়ী ফিলিং এর জন্য দাঁতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যা আমাদের থুথুর সাথে মিশে শক্ত হয়ে যায়। এই উপাদনের রঙ সাধারনত দাঁতের রঙ হতে ভিন্ন হয় যেন তাদেরকে পরবর্তীতে সহজে চিহ্নিত করা যায়, যেমনঃ উজ্জ্বল সাদা, ছাই রঙ, হালকা গেলাপি বা বেগুনী । এতে করে পরবর্তীতে স্থায়ী ফিলিং এর সময় সহজে সরিয়ে ফেলা যায়। স্থায়িত্বঃ অস্থায়ী ফিলিং-এ যেহেতু নরম উপাদান ব্যবহার করা হয় এবং এর উদ্দেশ্যই হচ্ছে সাময়িক সময়ের জন্য, তাই এটি দীর্ঘস্থায়ী হয় না। এটি স্থায়িত্ব ব্যক্তি ও ব্যবহৃত উপাদানের উপর নির্ভর করে। তবে সাধারনত অস্থায়ী ফিলিং কয়েক সপ্তাহ হতে কয়েক মাস স্থায়ী হয়। অবশ্যই আপনার ডাক্তারের কাছ হতে পরবর্তী সাক্ষাতের সময় জেনে নিবেন। সময়ঃ অস্থায়ী ফিলিং-এর জন্য সাধারণত এক ঘন্টার কম সময় দরকার হয়। তবে ডেন্টাল ক্রাউন বা ক্যাপ ব্যবহারের দরকার হলে অতিরিক্ত কিছু সময় প্রয়োজন হবে। ===== অস্থায়ী ফিলিং এর খরচ স্থায়ী ফিলিং এর খরচ এর চেয়ে কম। ডাক্তার, চেম্বার, অবস্থান, উপাদান এর উপর ভিত্তি করে ফিলিং এর খরচ নির্ভর করে। ====
বিস্তারিত জানুনআমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের একজন ডাক্তার এর পরামর্শ খুবই দরকার হয়ে পরে। কিন্তু সে সময় কিছু সমস্যা দেখা দেয়, যেমনঃ • আমরা বুঝতে পারিনা আমার সমস্যা অনুযায়ী কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে। • উক্ত বিশেষজ্ঞ কোথায় বসেন এবং কখন রোগী দেখেন। • অনেক সময় সঠিক তথ্যের অভাবে কাছাকাছি বিশেষজ্ঞ থাকা সত্যতেও আমরা অন্য এলাকায় গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি, যা রোগী ও তার স্বজনদের জন্য কষ্টকর। এই সামান্য তথ্য প্রয়োজনের সময় জানা থাকলে বা হাতের কাছে যদি এমন একটি ওয়েবসাইট থাকে যা আমাদের সকল তথ্য নিশ্চিত করবে, তবে আমাদের অনেক সময়, পরিশ্রম এবং অত্যন্ত বড় বিষয় হচ্ছে আমরা ভুল চিকিৎসা হতে বেঁচে থাকতে পারি। আমাদের উদ্দেশ্যঃ মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক। আমাদের ভিশনঃ প্রতিটি মানুষ যেন স্বাস্থ্য সেবা খুব সহজে পেতে পারে এবং স্বাস্থ্য তথ্য যেন শুধুমাত্র কিছু মানুষের কাছেই রয়ে না যায়, তা নিশ্চিত করা। বিভিন্ন রোগ সম্পর্কে জ্ঞান না থাকার কারনে আমরা নিজেদের জন্য বিভিন্ন রোগ তৈরি করি, অথচ সে রোগ সম্পর্কে পূর্ব ধারনা থাকলে আমরা সে রোগ হবার পূর্বেই তা প্রতিরোধ করতে সক্ষম হতাম। পর্যাপ্ত তথ্যের অভাবে আমরা অনেক সময় ভুল প্রতিষ্ঠান থেকে বা চড়া মূল্যে সার্ভিস নিয়ে থাকি। কি কি সেবা আমাদের কাছ থেকে পেতে পারেনঃ - আপনার যে টেস্টটি করানো প্রয়োজন তার জন্য একটি হসপিটাল বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান কি মূল্য নিয়ে থাকে তা অনলাইনে ঘরে বসেই জানতে পারবেন। - কোন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে কোন কোন ডাক্তার কখন, কবে চেম্বারে রোগী দেখবেন তা অনলাইনে বা ঘরে বসেই জানতে পারবেন। - উক্ত ডাক্তারের “APPOINTMENT” ঘরে বসে অনলাইনেই দিতে পারবেন। চেম্বারের কন্টাক্ট নাম্বার কালেক্ট করা, ফোন করে ডাক্তার কবে বসবেন, কখন রোগী দেখবেন ইত্যাদির আর প্রয়োজন নেই। শিডিউল ক্যালেন্ডারেই তা দেখতে পারবেন। - ধরেনিন আপনার নিকট কোন আত্মীয়ের যে কোন ধরনের সার্জারির প্রয়োজন, তাহলে উক্ত সার্জারি কোন কোন ডাক্তার করান, কোথায় করানো হয়, তার আনুমানিক খরচ কেমন ইত্যাদি এখানেই জানতে পারবেন। তথ্যের অভাবে আমরা অনেক সময় ভুল জায়গায় চিকিৎসা নেই। - আমাদের একটি ব্লাড ব্যাংক পেজ রয়েছে, উক্ত পেজের মাধ্যমে আপনি রক্ত দাতা হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, একই সাথে আপনার প্রয়োজনে আপনি রক্তের জন্য আবেদন ও করতে পারবেন। - আমরা চেষ্টা করছি স্বাস্থ্য খাতে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে যে কোন রোগ প্রতিরোধ ও তার প্রতিকার সহজ হয়। পরিশেষঃ আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন । ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। যে কোন পদক্ষেপের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। ============
বিস্তারিত জানুনদুটি দাঁতের মাঝে ফাঁকা অংশ বেশী হলে তা বিভিন্ন সমস্যা তৈরি করে।যেমনঃ • দাঁত একদিকে ঝুঁকে পড়তে যেতে পারে। • দাঁত তাঁর অক্ষের উপর ঘুরে যেতে পারে। • মাড়িতে রোগ হতে পারে। এই ফাঁকা অংশ পূরণ করার জন্য ব্রীজ করা হয়।
বিস্তারিত জানুনআমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের একজন ডাক্তার এর পরামর্শ খুবই দরকার হয়ে পরে। কিন্তু সে সময় কিছু সমস্যা দেখা দেয়, যেমনঃ • আমরা বুঝতে পারিনা আমার সমস্যা অনুযায়ী কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে। • উক্ত বিশেষজ্ঞ কোথায় বসেন এবং কখন রোগী দেখেন। • অনেক সময় সঠিক তথ্যের অভাবে কাছাকাছি বিশেষজ্ঞ থাকা সত্যতেও আমরা অন্য এলাকায় গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি, যা রোগী ও তার স্বজনদের জন্য কষ্টকর। এই সামান্য তথ্য প্রয়োজনের সময় জানা থাকলে বা হাতের কাছে যদি এমন একটি ওয়েবসাইট থাকে যা আমাদের সকল তথ্য নিশ্চিত করবে, তবে আমাদের অনেক সময়, পরিশ্রম এবং অত্যন্ত বড় বিষয় হচ্ছে আমরা ভুল চিকিৎসা হতে বেঁচে থাকতে পারি। আমাদের উদ্দেশ্যঃ মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক। আমাদের ভিশনঃ প্রতিটি মানুষ যেন স্বাস্থ্য সেবা খুব সহজে পেতে পারে এবং স্বাস্থ্য তথ্য যেন শুধুমাত্র কিছু মানুষের কাছেই রয়ে না যায়, তা নিশ্চিত করা। বিভিন্ন রোগ সম্পর্কে জ্ঞান না থাকার কারনে আমরা নিজেদের জন্য বিভিন্ন রোগ তৈরি করি, অথচ সে রোগ সম্পর্কে পূর্ব ধারনা থাকলে আমরা সে রোগ হবার পূর্বেই তা প্রতিরোধ করতে সক্ষম হতাম। পর্যাপ্ত তথ্যের অভাবে আমরা অনেক সময় ভুল প্রতিষ্ঠান থেকে বা চড়া মূল্যে সার্ভিস নিয়ে থাকি। কি কি সেবা আমাদের কাছ থেকে পেতে পারেনঃ - আপনার যে টেস্টটি করানো প্রয়োজন তার জন্য একটি হসপিটাল বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান কি মূল্য নিয়ে থাকে তা অনলাইনে ঘরে বসেই জানতে পারবেন। - কোন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে কোন কোন ডাক্তার কখন, কবে চেম্বারে রোগী দেখবেন তা অনলাইনে বা ঘরে বসেই জানতে পারবেন। - উক্ত ডাক্তারের “APPOINTMENT” ঘরে বসে অনলাইনেই দিতে পারবেন। চেম্বারের কন্টাক্ট নাম্বার কালেক্ট করা, ফোন করে ডাক্তার কবে বসবেন, কখন রোগী দেখবেন ইত্যাদির আর প্রয়োজন নেই। শিডিউল ক্যালেন্ডারেই তা দেখতে পারবেন। - ধরেনিন আপনার নিকট কোন আত্মীয়ের যে কোন ধরনের সার্জারির প্রয়োজন, তাহলে উক্ত সার্জারি কোন কোন ডাক্তার করান, কোথায় করানো হয়, তার আনুমানিক খরচ কেমন ইত্যাদি এখানেই জানতে পারবেন। তথ্যের অভাবে আমরা অনেক সময় ভুল জায়গায় চিকিৎসা নেই। - আমাদের একটি ব্লাড ব্যাংক পেজ রয়েছে, উক্ত পেজের মাধ্যমে আপনি রক্ত দাতা হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, একই সাথে আপনার প্রয়োজনে আপনি রক্তের জন্য আবেদন ও করতে পারবেন। - আমরা চেষ্টা করছি স্বাস্থ্য খাতে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে যে কোন রোগ প্রতিরোধ ও তার প্রতিকার সহজ হয়। পরিশেষঃ আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন । ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। যে কোন পদক্ষেপের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। ============
বিস্তারিত জানুনবিডিএস ( রাজশাহী মেডিকেল কলেজ ) পিজিটি ( করজেরভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স ) স্পেশাল ট্রেনিং ইন কসমেটিক ডেন্টিস্ট্রি
আমি ডাঃ শিমনুল ইসলাম শিমুল ঢাকা ডেন্টাল কলেজ থেকে ১৯৯X সালে এমবিবিএস পাস করি। আমি XX তম বিসিএস ( স্বাস্থ্য ) পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হই এবং স্বনামধন্য একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসাবে ১৯৯X সালে যোগদান করি । ২০০X সালে আমি রাজশাহী মেডিকেল কলেজ হতে XYZ সম্পন্ন করি এবং একটি স্বনামধন্য জেনারেল হাসপাতালে ডেন্টাল বিভাগে যোগদান করি। দীর্ঘ কর্মজীবনে আমি বিভিন্ন ডিগ্রি অর্জনের সাথে সাথে অনেক প্রতিষ্ঠানে জনগণকে স্বাস্থ্য সেবা দিয়ে এসেছি, যেমনঃ ABC মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০০৫ হতে ২০০৭ পর্যন্ত ডেন্টাল বিশেষজ্ঞ ও ডেন্টাল বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলাম। এছাড়াঃ বর্তমানে আমি XYZ জেনারেল হাসপাতালে কনসালটেন্ট, ডেন্টাল বিভাগে সফলতা ও সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমার BMDC রেজিস্ট্রেশন নং- A-XXXXX ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। শুধুমাত্র উদাহরণের স্বার্থে প্রতিষ্ঠানের নাম ও বৎসর ও অন্যান্য তথ্য সম্পূর্ণ কাল্পনিকভাবে ব্যবহৃত হয়েছে। ===========
বর্তমান দুর্মুল্যের বাজারে যেখানে একজন মধ্যবিত্তের পক্ষে পরিবার চালানো কষ্টকর , সেখানে একজন গরীব মানুষের পক্ষে যে কোন রোগের চিকিৎসা করা আরও বেশী কষ্টসাধ্য এবং অনেক সময়ই খরচের কারনে তারা কোন রেজিস্টার্ড ডাক্তারের কাছে না গিয়ে বিভিন্ন প্রতারক ভণ্ড নামধারী ডাক্তারের কাছে চিকিৎসা করাতে যান। এর ফলে ভালোর চেয়ে বরং ক্ষতি বেশী হয় এবং অবশেষে করুন পরিনতি বরন করতে হয়। এ কারনে আমাদের কাছে যে সকল গরীব, অসহায় এবং বিশেষ করে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র/ছাত্রী চিকিৎসার জন্য আসবেন তাদের জন্য আমাদের চেষ্টা রয়েছে যে আমরা সর্বনিন্ম খরচে তাদের চিকিৎসা সেবা প্রদান করব।
বিস্তারিত জানুনকি কি সেবা daktaar.com থেকে পেতে পারেনঃ - আপনার যে টেস্টটি করানো প্রয়োজন তার জন্য একটি হসপিটাল বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান কি মূল্য নিয়ে থাকে তা অনলাইনে ঘরে বসেই জানতে পারবেন। - কোন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে কোন কোন ডাক্তার কখন, কবে চেম্বারে রোগী দেখবেন তা অনলাইনে বা ঘরে বসেই জানতে পারবেন। - উক্ত ডাক্তারের “APPOINTMENT” ঘরে বসে অনলাইনেই দিতে পারবেন। চেম্বারের কন্টাক্ট নাম্বার কালেক্ট করা, ফোন করে ডাক্তার কবে বসবেন, কখন রোগী দেখবেন ইত্যাদির আর প্রয়োজন নেই। শিডিউল ক্যালেন্ডারেই তা দেখতে পারবেন। - ধরেনিন আপনার নিকট কোন আত্মীয়ের যে কোন ধরনের সার্জারির প্রয়োজন, তাহলে উক্ত সার্জারি কোন কোন ডাক্তার করান, কোথায় করানো হয়, তার আনুমানিক খরচ কেমন ইত্যাদি এখানেই জানতে পারবেন। তথ্যের অভাবে আমরা অনেক সময় ভুল জায়গায় চিকিৎসা নেই। - আমাদের একটি ব্লাড ব্যাংক পেজ রয়েছে, উক্ত পেজের মাধ্যমে আপনি রক্ত দাতা হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, একই সাথে আপনার প্রয়োজনে আপনি রক্তের জন্য আবেদন ও করতে পারবেন। - আমরা চেষ্টা করছি স্বাস্থ্য খাতে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে যে কোন রোগ প্রতিরোধ ও তার প্রতিকার সহজ হয়।
বিস্তারিত জানুন