কার্পাল টানেল সিনড্রোম
-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়
আমাদের যে নার্ভটি হাতের বাহু হতে হাতের তালুতে গিয়েছে সেটি যদি কোন কারনে হাতের কব্জির অংশে চেপে থাকে তাহলে এই ধরনের স্নায়বিক সমস্যা তৈরি হয়। এ সমস্যা হলে আপনি হাতে অসারতা, জড়তা, হাতের দুর্বলতা, হাতে ও কব্জিতে ব্যথা অনুভব করা এবং আঙ্গুলগুলো ফুলে যেতে পারে। যথা সময়ে ব্যবস্থা না নিলে আঙ্গুল অকেজো হয়ে যেতে পারে।