স্থায়ী ফিলিং এর পূর্বে অস্থায়ী ফিলিং করে নিন

info image

-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়

প্রতিনিয়ত চিনি জাতীয় খাবার, সফট ড্রিঙ্কস, সঠিক ও সময়মতো ব্রাশ না করা, এবং খাবার জমে ব্যাকটেরিয়া তৈরি হলে দাঁতে কেভিটি হবার সম্ভাবনা থাকে। দাঁতে কেভিটি হলেঃ • দাঁতে গর্ত তৈরি হবে • দাঁতে হলুদ বা কালো দাগ পড়ে যাওয়া • দাঁতের সংবেদনশীলতা • দাঁতে ব্যথা হতে পারে দাঁতের ফিলিং (স্থায়ী বা অস্থায়ী) এ ক্ষেত্রে একটি চমৎকার সমাধান হতে পারে। এক্ষেত্রে দাঁতে স্থায়ী ফিলিং এর পূর্বে অস্থায়ী ফিলিং করা হয়। অস্থায়ী ফিলিং- দাঁত ক্ষয় হয়ে যখন দাঁতে ক্ষত তৈরি হয় তখন এই ক্ষতকে থামিয়ে দেয়া এবং ভবিষ্যতে আর যেন ক্ষত তৈরি না হয় তাঁর জন্য দাঁতে ফিলিং করে নিতে হয়। এটি স্থায়ী বা অস্থায়ী দুই ধরনের হতে পারে। এছাড়া যদি দাঁতে তীব্র ব্যথা তৈরি হয় এবং স্থায়ী ফিলিং এর জন্য পর্যাপ্ত সময় না থাকে তখন ব্যথা উপশমের জন্য ডাক্তার তাৎক্ষনিক সমাধান হিসাবে অস্থায়ী ফিলিং করতে পারেন। যদি দাঁতে ক্রাউন বা ক্যাপ বসানোর প্রয়োজন হয় তবে ক্যাপ প্রস্তুত হবার আগ পর্যন্ত দাঁতকে রক্ষার জন্য অস্থায়ী ফিলিং করে রাখা হয় । অতিরিক্ত নষ্ট দাঁতের ভিতর সংক্রমণ হলে সেখান হতে ব্যাকটেরিয়া ও নষ্ট টিস্যু সমূহ সরিয়ে নিতে রুট ক্যানেল করতে হতে পারে। রুট ক্যানেল করা হলে দাঁতের ভিতর যে গর্ত তৈরি হয় তাতে আবার যাতে সংক্রমণ না ঘটে তাঁর জন্য প্রাথমিক ভাবে অস্থায়ী ফিলিং করা হয়, এবং পরবর্তীতে রুট ক্যানেলে ব্যবহৃত ঔষধ কার্যকরী হলে অস্থায়ী ফিলিং সরিয়ে দিয়ে স্থায়ী ফিলিং করে নিতে হয়। অন্যথায় অস্থায়ী ফিলিং সরে গিয়ে সেখানে পুনরায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। স্থায়ী ফিলিং এর পূর্বে দাঁতকে রক্ষা করার জন্য অস্থায়ী ফিলিং করে ৭ (সাত) থেক ১৫ (পনের) দিন অবজারভেশন করা হয়। যদি এর মাঝে কোন ধরনের ব্যথা বা শিরশির অনুভব না হয় তবে ধরে নিতে হবে ভিতরে কোন সংক্রমণ বা ব্যাকটেরিয়া নেই এবং দাঁত এখন স্থায়ী ফিলিং এর জন্য প্রস্তুত। কাজেই স্থায়ী ফিলিং করার জন্য আবার ডাক্তারের কাছে যাওয়ার জন্য রোগীকে প্রস্তুত থাকতে হবে । অস্থায়ী ফিলিং এর জন্য দাঁতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যা আমাদের থুথুর সাথে মিশে শক্ত হয়ে যায়। এই উপাদনের রঙ সাধারনত দাঁতের রঙ হতে ভিন্ন হয় যেন তাদেরকে পরবর্তীতে সহজে চিহ্নিত করা যায়, যেমনঃ উজ্জ্বল সাদা, ছাই রঙ, হালকা গেলাপি বা বেগুনী । এতে করে পরবর্তীতে স্থায়ী ফিলিং এর সময় সহজে সরিয়ে ফেলা যায়। স্থায়িত্বঃ অস্থায়ী ফিলিং-এ যেহেতু নরম উপাদান ব্যবহার করা হয় এবং এর উদ্দেশ্যই হচ্ছে সাময়িক সময়ের জন্য, তাই এটি দীর্ঘস্থায়ী হয় না। এটি স্থায়িত্ব ব্যক্তি ও ব্যবহৃত উপাদানের উপর নির্ভর করে। তবে সাধারনত অস্থায়ী ফিলিং কয়েক সপ্তাহ হতে কয়েক মাস স্থায়ী হয়। অবশ্যই আপনার ডাক্তারের কাছ হতে পরবর্তী সাক্ষাতের সময় জেনে নিবেন। সময়ঃ অস্থায়ী ফিলিং-এর জন্য সাধারণত এক ঘন্টার কম সময় দরকার হয়। তবে ডেন্টাল ক্রাউন বা ক্যাপ ব্যবহারের দরকার হলে অতিরিক্ত কিছু সময় প্রয়োজন হবে। ===== অস্থায়ী ফিলিং এর খরচ স্থায়ী ফিলিং এর খরচ এর চেয়ে কম। ডাক্তার, চেম্বার, অবস্থান, উপাদান এর উপর ভিত্তি করে ফিলিং এর খরচ নির্ভর করে। ==== ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। যে কোন পদক্ষেপের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। ============

লেখক পরিচিতিঃ

profile thumbnail

-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়

Dr. Md. Rezaul Karim Rocky

Oral and Maxillofacial Surgery

বিডিএস, এম পি এইচ পিজিটি ( ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক , উদয়ন ডেন্টাল কলেজ, রাজশাহী rezaulkarim.001.da@daktaar.com

স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য ....

স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য ...

About

মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক।

Disclaimer

প্রদত্ত তথ্য সমূহ রেজিস্টার্ড ইউজার কর্তৃক প্রদত্ত, যে কোন পদক্ষেপ নেয়ার পূর্বে ডাক্তার বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিন।