সেলাই বিহীন ছানি অপারেশন
মনে রাখতে হবে, কোনো ওষুধ সেবনে ছানি রোগের প্রতিকার হয় না। শুধুমাত্র এবং শুধুমাত্র অপারেশনের মাধ্যমে ছানি অপসারণ করতে হয়। ছানি অপারেশনে চোখের ভেতরের অস্বচ্ছ লেন্স বের করে তার জায়গায় কৃত্রিম লেন্স বসানো হয়। সবচেয়ে যেটা আশার কথা, ছানি পড়া ব্যতীত চোখে যদি আর কোনো সমস্যা না থাকে (বিশেষ করে রেটিনা এবং ভিট্রিয়াসে) তাহলে অপারেশনের মাধ্যমে আবার পূর্বের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। ছানি অপসারণের পর কৃত্রিম লেন্স সংযোজন করা হয়। যা পূর্বের স্বচ্ছ লেন্সের মতোই কার্যকর। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে ছানি অপারেশন এখন অনেক কম সময়ে এবং সেলাইবিহীন উপায়ে করা সম্ভব। এর একটি হলো স্মল ইনসিশন ছানি অপারেশন যা (এসআইসিএস) নামে পরিচিত। এর মাধ্যমে মাত্র ৫-৬ মি.মি. কেটে, তার ভেতর দিয়ে ছানি অপসারণ এবং কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়। মাত্র ৩০০০/= টাকায় অত্যাধুনিক পদ্ধতিতে সেলাই বিহীন ব্যাথা মুক্ত চোখের ছানী অপারেশন করে বিদেশী লেন্স সংযোজন করা হয়