ফ্যাকো অপারেশন
ফাকো সার্জারি একটি ছোট অতিস্বনক প্রোব দিয়ে সঞ্চালিত হয় যা দুই থেকে তিন মিলিমিটার ছেদনের মাধ্যমে চোখের মধ্যে ঢোকানো হয়। এই প্রোবটি মেঘলা লেন্সকে ছোট ছোট টুকরো টুকরো করে ফেলে এবং চোখের টুকরোগুলো চুষে ফেলে। ফ্যাকো সার্জারি কী? ছানিকে গলিয়ে বের করে চোখে কৃত্রিম লেন্স বসানো হয়। ফ্যাকো সার্জারি চালু হওয়ায় ছানি অপারেশনে বিরাট পরিবর্তন এসেছে। এটা যদি আমরা তুলনামূলক বিচার করি তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ফ্যাকো অপারেশন- ১) এখানে লেন্সকে গলিয়ে বের করা হয়। ২) এ পদ্ধতিতে রক্তক্ষরণ হয় না। ৩) ২.৫-৩ মি. মি. ছিদ্র করা হয়। ৪) সেলাইবিহীন ৫) অপারেশনের সঙ্গে সঙ্গেই বাড়ি যাওয়া যায়। ৬) এ অপারেশনে শুধুমাত্র ৭ দিন চোখে পানি দেয়া নিষেধ। ৭) দ্রুত সেরে উঠে।