ফ্যাকো অপারেশন

info image

ফাকো সার্জারি একটি ছোট অতিস্বনক প্রোব দিয়ে সঞ্চালিত হয় যা দুই থেকে তিন মিলিমিটার ছেদনের মাধ্যমে চোখের মধ্যে ঢোকানো হয়। এই প্রোবটি মেঘলা লেন্সকে ছোট ছোট টুকরো টুকরো করে ফেলে এবং চোখের টুকরোগুলো চুষে ফেলে। ফ্যাকো সার্জারি কী? ছানিকে গলিয়ে বের করে চোখে কৃত্রিম লেন্স বসানো হয়। ফ্যাকো সার্জারি চালু হওয়ায় ছানি অপারেশনে বিরাট পরিবর্তন এসেছে। এটা যদি আমরা তুলনামূলক বিচার করি তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ফ্যাকো অপারেশন- ১) এখানে লেন্সকে গলিয়ে বের করা হয়। ২) এ পদ্ধতিতে রক্তক্ষরণ হয় না। ৩) ২.৫-৩ মি. মি. ছিদ্র করা হয়। ৪) সেলাইবিহীন ৫) অপারেশনের সঙ্গে সঙ্গেই বাড়ি যাওয়া যায়। ৬) এ অপারেশনে শুধুমাত্র ৭ দিন চোখে পানি দেয়া নিষেধ। ৭) দ্রুত সেরে উঠে।

এ বি সি জেনারেল হসপিটাল

রোডঃ এ বি সি , বেগম রোকেয়া সরনি , শ্যাওড়াপাড়া , মিরপুর - ১২১৬ , dhaka

আপনার কোন ডাক্তার নির্ধারন করা হয়নি।

ফ্যাকো অপারেশন

প্রদর্শিত মূল্য আপনি সরাসরি কর্তৃপক্ষের নিকট জমা দিবেন
daktaar.com আপনার কাছ হতে কোনরূপ টাকা গ্রহন করবে না
আবেদন সম্পন্ন হবার পর সার্ভিস বুকিং নিশ্চিত করতে কর্তৃপক্ষ হতে আপানার সাথে যোগাযোগ করা হবে।
বুকিং নিশ্চিত না হলে যেকোনো পদক্ষেপের পূর্বে প্রাপ্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন।

এ বি সি জেনারেল হসপিটাল

এ বি সি জেনারেল হসপিটাল

আমাদের অন্যান্য সার্ভিসঃ
About

মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক।

Disclaimer

প্রদত্ত তথ্য সমূহ রেজিস্টার্ড ইউজার কর্তৃক প্রদত্ত, যে কোন পদক্ষেপ নেয়ার পূর্বে ডাক্তার বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিন।