পরামর্শঃ কি কি সমস্যা হলে আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিবেন
নিন্মলিখিত সমস্যা হলে আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেনঃ • Arthritis – আর্থ্রাইটিস বা বাত – যা এক বা একাধিক অস্থিসন্ধি বা হাড়ের জয়েন্টে প্রদাহকে বুঝায়। • Fibromyalgia – ফাইব্রোমায়ালজিয়া – এ রোগে মাংসপেশী, টেন্ডন এবং অস্থিসন্ধি গুলোতে প্রদাহ দেখা দেয়। • Low Back Pain – পশ্চাৎদেশে ব্যাথা • Carpal Tunnel Syndrome – কার্পাল টানেল সিনড্রোম - আমাদের যে নার্ভটি হাতের বাহু হতে হাতের তালুতে গিয়েছে সেটি যদি কোন কারনে হাতের কব্জির অংশে চেপে থাকে তাহলে এই ধরনের স্নায়বিক সমস্যা তৈরি হয় • Osteoporosis – অস্টিওপোরোসিস - আমাদের হাড়ে যখন মিনারেল কমে আসে বা আমাদের হাড় যখন সরু হয়ে যায় তখন অস্টিওপোরেসিস নামক হাড়ের সমস্যা তৈরি হয় • Scoliosis – স্কোলিওসিস – এ রোগে একজন ব্যক্তির মেরুদণ্ড অস্বাভাবিকভাবে বাঁকা থাকে। • Benign Bone Tumors – বেনাইন বোন টিউমার – সম্পূর্ণ অপারেশনের পর এ ধরনের টিউমার সাধারণত আর হয় না। • Malignant Bone Tumors – ম্যালিগন্যান্ট বোন টিউমার – এ ধরনের টিউমার সাধারণত বার বার হয়। • Hip Replacement Surgery – হিপ প্রতিস্থাপন সার্জারি • Knee Replacement Surgery – হাঁটু প্রতিস্থাপন সার্জারি • Sports Injuries – খেলা জনিত আঘাত • Arthroscopy – আর্থ্রোস্কোপি – এটি শরীরের বিভিন্ন জয়েন্টের সমস্যা নির্ণয় ও তার চিকিৎসার জন্য একটি ছোট অপারেশন। • Bone Cancers – হাড়ের ক্যান্সার • Bone Disorders – হাড়ের ব্যাধি/রোগ • Others – শরীরের অন্যান্য নানাবিধ হাড় ও জয়েন্ট জনিত সমস্যা।