পরামর্শঃ কি কি সমস্যা হলে আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিবেন

info image

নিন্মলিখিত সমস্যা হলে আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেনঃ • Arthritis – আর্থ্রাইটিস বা বাত – যা এক বা একাধিক অস্থিসন্ধি বা হাড়ের জয়েন্টে প্রদাহকে বুঝায়। • Fibromyalgia – ফাইব্রোমায়ালজিয়া – এ রোগে মাংসপেশী, টেন্ডন এবং অস্থিসন্ধি গুলোতে প্রদাহ দেখা দেয়। • Low Back Pain – পশ্চাৎদেশে ব্যাথা • Carpal Tunnel Syndrome – কার্পাল টানেল সিনড্রোম - আমাদের যে নার্ভটি হাতের বাহু হতে হাতের তালুতে গিয়েছে সেটি যদি কোন কারনে হাতের কব্জির অংশে চেপে থাকে তাহলে এই ধরনের স্নায়বিক সমস্যা তৈরি হয় • Osteoporosis – অস্টিওপোরোসিস - আমাদের হাড়ে যখন মিনারেল কমে আসে বা আমাদের হাড় যখন সরু হয়ে যায় তখন অস্টিওপোরেসিস নামক হাড়ের সমস্যা তৈরি হয় • Scoliosis – স্কোলিওসিস – এ রোগে একজন ব্যক্তির মেরুদণ্ড অস্বাভাবিকভাবে বাঁকা থাকে। • Benign Bone Tumors – বেনাইন বোন টিউমার – সম্পূর্ণ অপারেশনের পর এ ধরনের টিউমার সাধারণত আর হয় না। • Malignant Bone Tumors – ম্যালিগন্যান্ট বোন টিউমার – এ ধরনের টিউমার সাধারণত বার বার হয়। • Hip Replacement Surgery – হিপ প্রতিস্থাপন সার্জারি • Knee Replacement Surgery – হাঁটু প্রতিস্থাপন সার্জারি • Sports Injuries – খেলা জনিত আঘাত • Arthroscopy – আর্থ্রোস্কোপি – এটি শরীরের বিভিন্ন জয়েন্টের সমস্যা নির্ণয় ও তার চিকিৎসার জন্য একটি ছোট অপারেশন। • Bone Cancers – হাড়ের ক্যান্সার • Bone Disorders – হাড়ের ব্যাধি/রোগ • Others – শরীরের অন্যান্য নানাবিধ হাড় ও জয়েন্ট জনিত সমস্যা।

ডি আকবর হেলথ কেয়ার প্রাঃ লিঃ

প্লট # ৫০, রোড # ২/এ, ব্লক # ডি (ইসলামিক রিসার্চ সেন্টার, বড় মসজিদ এর পূর্ব পাশে) , বসুন্ধারা আবাসিক এলাকা, ঢাকা - ১২২৯ , ,

ডাঃ মোঃ আওলাদ হোসেন (রিপন)

অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন

পরামর্শঃ কি কি সমস্যা হলে আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিবেন

প্রদর্শিত মূল্য আপনি সরাসরি কর্তৃপক্ষের নিকট জমা দিবেন
daktaar.com আপনার কাছ হতে কোনরূপ টাকা গ্রহন করবে না
আবেদন সম্পন্ন হবার পর সার্ভিস বুকিং নিশ্চিত করতে কর্তৃপক্ষ হতে আপানার সাথে যোগাযোগ করা হবে।
বুকিং নিশ্চিত না হলে যেকোনো পদক্ষেপের পূর্বে প্রাপ্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন।

ডাঃ মোঃ আওলাদ হোসেন (রিপন)

চেম্বারঃ ডি আকবর হেলথ কেয়ার প্রাঃ লিঃ
-- অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন

ডাঃ মোঃ আওলাদ হোসেন (রিপন)

-- অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন
About

মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক।

Disclaimer

প্রদত্ত তথ্য সমূহ রেজিস্টার্ড ইউজার কর্তৃক প্রদত্ত, যে কোন পদক্ষেপ নেয়ার পূর্বে ডাক্তার বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিন।