এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডি-অর্থো (অর্থোপেডিক) এম-এস (অর্থোপেডিক) সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্রামাটোলজি এন্ড অর্থোপেডিক রিহাবিলিটেশন (নিটর) / পঙ্গু হাসপাতাল dc003.dakbar@daktaar.com
পরামর্শ ফিঃ 600Tk
সাক্ষাতকারে আগ্রহী?
প্লট # ৫০, রোড # ২/এ, ব্লক # ডি (ইসলামিক রিসার্চ সেন্টার, বড় মসজিদ এর পূর্ব পাশে)
বসুন্ধারা আবাসিক এলাকা, ঢাকা - ১২২৯
ঢাকা
বাত
ফাইব্রোমায়ালজিয়া
নিচের পিঠে ব্যথা
কার্পাল টানেল সিনড্রোম
অস্টিওপোরোসিস
স্কোলিওসিস (মেরুদণ্ড একপাশে অস্বাভাবিকভাবে বাঁকা)
হাড়ের টিউমার
হিপ প্রতিস্থাপন সার্জারি
হাঁটু প্রতিস্থাপন সার্জারি
খেলাধুলা জনিত আঘাত
আর্থ্রোস্কোপি
হাড়ের ক্যান্সার
হাড়ের ব্যাধি
অন্যান্য
আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের একজন ডাক্তার এর পরামর্শ খুবই দরকার হয়ে পরে। কিন্তু সে সময় কিছু সমস্যা দেখা দেয়, যেমনঃ • আমরা বুঝতে পারিনা আমার সমস্যা অনুযায়ী কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে। • উক্ত বিশেষজ্ঞ কোথায় বসেন এবং কখন রোগী দেখেন। • অনেক সময় সঠিক তথ্যের অভাবে কাছাকাছি বিশেষজ্ঞ থাকা সত্যতেও আমরা অন্য এলাকায় গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি, যা রোগী ও তার স্বজনদের জন্য কষ্টকর। এই সামান্য তথ্য প্রয়োজনের সময় জানা থাকলে বা হাতের কাছে যদি এমন একটি ওয়েবসাইট থাকে যা আমাদের সকল তথ্য নিশ্চিত করবে, তবে আমাদের অনেক সময়, পরিশ্রম এবং অত্যন্ত বড় বিষয় হচ্ছে আমরা ভুল চিকিৎসা হতে বেঁচে থাকতে পারি। আমাদের উদ্দেশ্যঃ মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক। আমাদের ভিশনঃ প্রতিটি মানুষ যেন স্বাস্থ্য সেবা খুব সহজে পেতে পারে এবং স্বাস্থ্য তথ্য যেন শুধুমাত্র কিছু মানুষের কাছেই রয়ে না যায়, তা নিশ্চিত করা। বিভিন্ন রোগ সম্পর্কে জ্ঞান না থাকার কারনে আমরা নিজেদের জন্য বিভিন্ন রোগ তৈরি করি, অথচ সে রোগ সম্পর্কে পূর্ব ধারনা থাকলে আমরা সে রোগ হবার পূর্বেই তা প্রতিরোধ করতে সক্ষম হতাম। পর্যাপ্ত তথ্যের অভাবে আমরা অনেক সময় ভুল প্রতিষ্ঠান থেকে বা চড়া মূল্যে সার্ভিস নিয়ে থাকি। কি কি সেবা আমাদের কাছ থেকে পেতে পারেনঃ - আপনার যে টেস্টটি করানো প্রয়োজন তার জন্য একটি হসপিটাল বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান কি মূল্য নিয়ে থাকে তা অনলাইনে ঘরে বসেই জানতে পারবেন। - কোন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে কোন কোন ডাক্তার কখন, কবে চেম্বারে রোগী দেখবেন তা অনলাইনে বা ঘরে বসেই জানতে পারবেন। - উক্ত ডাক্তারের “APPOINTMENT” ঘরে বসে অনলাইনেই দিতে পারবেন। চেম্বারের কন্টাক্ট নাম্বার কালেক্ট করা, ফোন করে ডাক্তার কবে বসবেন, কখন রোগী দেখবেন ইত্যাদির আর প্রয়োজন নেই। শিডিউল ক্যালেন্ডারেই তা দেখতে পারবেন। - ধরেনিন আপনার নিকট কোন আত্মীয়ের যে কোন ধরনের সার্জারির প্রয়োজন, তাহলে উক্ত সার্জারি কোন কোন ডাক্তার করান, কোথায় করানো হয়, তার আনুমানিক খরচ কেমন ইত্যাদি এখানেই জানতে পারবেন। তথ্যের অভাবে আমরা অনেক সময় ভুল জায়গায় চিকিৎসা নেই। - আমাদের একটি ব্লাড ব্যাংক পেজ রয়েছে, উক্ত পেজের মাধ্যমে আপনি রক্ত দাতা হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, একই সাথে আপনার প্রয়োজনে আপনি রক্তের জন্য আবেদন ও করতে পারবেন। - আমরা চেষ্টা করছি স্বাস্থ্য খাতে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে যে কোন রোগ প্রতিরোধ ও তার প্রতিকার সহজ হয়। পরিশেষঃ আল্লাহ্ আমাদের সবাইকে সুস্থ রাখুন। ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। যে কোন পদক্ষেপের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। ============
বিস্তারিত জানুনআমাদের যে নার্ভটি হাতের বাহু হতে হাতের তালুতে গিয়েছে সেটি যদি কোন কারনে হাতের কব্জির অংশে চেপে থাকে তাহলে এই ধরনের স্নায়বিক সমস্যা তৈরি হয়। এ সমস্যা হলে আপনি হাতে অসারতা, জড়তা, হাতের দুর্বলতা, হাতে ও কব্জিতে ব্যথা অনুভব করা এবং আঙ্গুলগুলো ফুলে যেতে পারে। যথা সময়ে ব্যবস্থা না নিলে আঙ্গুল অকেজো হয়ে যেতে পারে।
বিস্তারিত জানুনঅস্টিওপোরেসিস একটি হাড় জনিত সমস্যা। আমাদের হাড়ে যখন মিনারেল কমে আসে বা আমাদের হাড় যখন সরু হয়ে যায় তখন অস্টিওপোরেসিস নামক হাড়ের সমস্যা তৈরি হয়। এটি সাধারনত বয়স্ক লোকের হয়ে থাকে। অস্টিওপোরেসিস হলে সাধারনত মেরুদণ্ডের কশেরুকার হাড়, হাতের হাড় ও কোমরের হাড় ভেঙ্গে যায়।
বিস্তারিত জানুনএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডি-অর্থো (অর্থোপেডিক) এম-এস (অর্থোপেডিক) সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্রামাটোলজি এন্ড অর্থোপেডিক রিহাবিলিটেশন (নিটর) / পঙ্গু হাসপাতাল dc003.dakbar@daktaar.com
আমি ডাঃ মোঃ আওলাদ হোসেন (রিপন) XYZ কলেজ থেকে ১৯৯X সালে এমবিবিএস পাস করি। আমি XX তম বিসিএস ( স্বাস্থ্য ) পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হই এবং স্বনামধন্য একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসাবে ১৯৯X সালে যোগদান করি । ২০০X সালে আমি MNP মেডিকেল কলেজ হতে XYZ সম্পন্ন করি এবং একটি স্বনামধন্য জেনারেল হাসপাতালে XYZ বিভাগে যোগদান করি। দীর্ঘ কর্মজীবনে আমি বিভিন্ন ডিগ্রি অর্জনের সাথে সাথে অনেক প্রতিষ্ঠানে জনগণকে স্বাস্থ্য সেবা দিয়ে এসেছি, যেমনঃ ABC মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০০৫ হতে ২০০৭ পর্যন্ত BCD বিশেষজ্ঞ ও MNL বিভাগের প্রধান হিসাবে কর্মরত ছিলাম। এছাড়াঃ বর্তমানে আমি XYZ জেনারেল হাসপাতালে কনসালটেন্ট, ABC বিভাগে সফলতা ও সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমার BMDC রেজিস্ট্রেশন নং- A-XXXXX ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। শুধুমাত্র উদাহরণের স্বার্থে প্রতিষ্ঠানের নাম ও বৎসর ও অন্যান্য তথ্য সম্পূর্ণ কাল্পনিকভাবে ব্যবহৃত হয়েছে। ===========