কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজ - ০১
হৃৎপিণ্ড আমাদের শরীর হতে দূষিত রক্ত গ্রহন করে তা ফুসফুসে ঠেলে দেয় এবং ফুসফুস হতে বিশুদ্ধ রক্ত গ্রহন করে তা সমস্ত শরীরে প্রবাহ নিশ্চিত করে। এটি শরীরে রক্ত চাপ বজায় রাখে। তথ্য মতে ২০০৮ এ সারা বিশ্বে যে পরিমান মৃত্যু ঘটে তার ৩০% মৃত্যু হৃদরোগ জনিত কারনে ঘটে। এর তিন চতুর্থাংশ এর বেশী মৃত্যু ঘটে ‘করোনারি আর্টারি ডিজিজ’ ও ‘স্ট্রোক’ এর কারনে (১)। কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজ আপনার হার্টের বর্তমান অবস্থা এবং যে কোন ধরনের রোগ ও তার ব্যাপারে সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহনে সহায়তা করে।এছাড়া কিছু দিন পর পর হার্টের অবস্থা জেনে নেয়া অত্যন্ত ভালো। কাজেই, দেরি না করে এখনই আবেদন করুন। এই প্যাকেজ-এর মধ্য নিন্মলিখিত টেস্ট গুলো অন্তর্ভুক্তঃ - Complete Blood Count (CBC) - Lipid Profile - Serum LDH - Serum Troponin - ETT - (Trademill Stress Test) - ECG (Electro Cardiogram) - Physical Examination আমাদের হসপিটালে রয়েছে বিশ্বের সর্বাধুনিক মেশিন এবং দক্ষ ডাক্তার ও টেকনিশিয়ান। এছাড়া আমরা সল্প খরচে উন্নত মানের সকল স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। 1. source: https://en.wikipedia.org/wiki/Heart