চোখ ঠিক রাখতে সরাসরি সূর্যের দিতে তাকাবেন না
-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়
সূর্যের আলো লেন্স হয়ে যখন আমাদের রেটিনা তে আপতিত হয় তখন একটি কেন্দ্রে আপতিত হয় , ফলে রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে । কাজেই কোন ক্রমেই সূর্যের দিকে খালি চোখে বা অন্য কোন ভাবেই হোক না কেন, তাকানো উচিত নয়।