বিশ্ব হাত স্বাস্থ্য দিবস

info image

-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়

বিভিন্ন রোগ সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্ন হাতের ভূমিকা সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতিবছর ৫-ই মে বিশ্ব হাত স্বাস্থ্য দিবস পালন করা হয়। পরিচ্ছন্ন হাত শুধু আপনাকে নয়, আপনার আশেপাশের সকলকে সুরক্ষিত রাখবে। সহজে হাত ধোয়ার সঠিক পদ্ধতি নিচে উল্লেখ করা হলো: ধাপ ১: যথেষ্ট পরিমাণ পানি দিয়ে হাত ভিজিয়ে সামান্য পরিমাণ সাবান ব্যবহার করুন। ধাপ ২: বৃত্তাকার গতিতে দু'হাতের তালু ভালো করে একসাথে ঘষে নিন। ধাপ ৩: হাতের উল্টো পিঠ এবং আঙ্গুলের মধ্যবর্তী স্থান ভালো করে ঘষে নিন। ধাপ ৪: এবার আপনার আঙ্গুলগুলো ভালো করে ধুয়ে নিন। ধাপ ৫: অবশেষে আপনার নখ এবং বৃদ্ধাঙ্গুল ভালো করে পরিষ্কার করুন। ধাপ ৬: আপনার হাত অবশ্যই কমপক্ষে 20 সেকেন্ড ধরে ধৌত করবেন। কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে হাতের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরী। তাই আসুন, সঠিক ভাবে হাত ধৌত করার অভ্যাস গড়ে তুলি। ইয়র্ক হাসপাতাল লিঃ যত্নের বুননে সেবা ============= তথ্যটুকু হসপিটালের ওয়েবসাইট https://yorkhospitalbd.org/single-blog-2.html হতে শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে বাংলায় রূপান্তরিত করে দেয়া হয়েছে ========

About

মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক।

Disclaimer

প্রদত্ত তথ্য সমূহ রেজিস্টার্ড ইউজার কর্তৃক প্রদত্ত, যে কোন পদক্ষেপ নেয়ার পূর্বে ডাক্তার বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিন।