লিভার স্ক্রিনিং প্যাকেজ

info image

আমাদের শরীরে যে সকল অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, লিভার তার মধ্যে একটি। লিভার আমাদের - হজম শক্তি ও মেটাবোলিজম নিয়ন্ত্রন করে - রক্ত হতে সকল ক্ষতিকর টক্সিন পদার্থ বের করে দেয় - ভিটামিন, আয়রন ও গ্লুকোজ সংরক্ষণ করে - রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে - শরীরে পুষ্টি সরবরাহ করে লিভার এর রোগ সমূহ এর মধ্যেঃ - লিভার সিরোসিস - ফ্যাটি লিভার - জন্ডিস অন্যতম লিভার ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিক ভাবে কোন লক্ষন প্রকাশ পায় না। এ জন্য আমরা অনেক সময় নিজেদের সুস্থ বোধ করি ও অবহেলা করি। কিছু দিন পর পর লিভার এর পূর্ণ চেক-আপ যে কোন ধরনের লিভার জনিত সমস্যা হতে বেঁচে থাকতে সহায়তা করে। কাজেই, দেরি না করে এখনই আবেদন করুন। এই প্যাকেজ-এর মধ্য নিন্মলিখিত টেস্ট গুলো অন্তর্ভুক্তঃ - Complete Blood Count (CBC) - Prothrombin Time (PT) - LFT: o S. Bilirubin o SGPT o SGOT o S. Total Protein o Albumin o Globulin with A/G Ratio - HBsAg (Hepatitis-B Screening) - USG of Whole Abdomen বি দ্রঃ ‘USG of Whole Abdomen’ করার ক্ষেত্রে রোগীকে কম পক্ষে ০৮ ঘণ্টা খালি পেটে থাকতে হবে। আমাদের হসপিটালে রয়েছে বিশ্বের সর্বাধুনিক মেশিন এবং দক্ষ ডাক্তার ও টেকনিশিয়ান। এছাড়া আমরা সল্প খরচে উন্নত মানের সকল স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি।

এ এম জেড হাসপাতাল লিঃ

চ-৮০/৩ ( স্বাধীনতা স্বরনী ) প্রগতি স্বরনী , উত্তর বাড্ডা, ঢাকা - ১২১২ , ঢাকা

লিভার স্ক্রিনিং প্যাকেজ

প্রদর্শিত মূল্য আপনি সরাসরি কর্তৃপক্ষের নিকট জমা দিবেন
daktaar.com আপনার কাছ হতে কোনরূপ টাকা গ্রহন করবে না
আবেদন সম্পন্ন হবার পর সার্ভিস বুকিং নিশ্চিত করতে কর্তৃপক্ষ হতে আপানার সাথে যোগাযোগ করা হবে।
বুকিং নিশ্চিত না হলে যেকোনো পদক্ষেপের পূর্বে প্রাপ্ত নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন।
এ এম জেড হাসপাতাল লিঃ

এ এম জেড হাসপাতাল লিঃ

About

মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক।

Disclaimer

প্রদত্ত তথ্য সমূহ রেজিস্টার্ড ইউজার কর্তৃক প্রদত্ত, যে কোন পদক্ষেপ নেয়ার পূর্বে ডাক্তার বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিন।