লিভার স্ক্রিনিং প্যাকেজ
আমাদের শরীরে যে সকল অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, লিভার তার মধ্যে একটি। লিভার আমাদের - হজম শক্তি ও মেটাবোলিজম নিয়ন্ত্রন করে - রক্ত হতে সকল ক্ষতিকর টক্সিন পদার্থ বের করে দেয় - ভিটামিন, আয়রন ও গ্লুকোজ সংরক্ষণ করে - রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে - শরীরে পুষ্টি সরবরাহ করে লিভার এর রোগ সমূহ এর মধ্যেঃ - লিভার সিরোসিস - ফ্যাটি লিভার - জন্ডিস অন্যতম লিভার ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিক ভাবে কোন লক্ষন প্রকাশ পায় না। এ জন্য আমরা অনেক সময় নিজেদের সুস্থ বোধ করি ও অবহেলা করি। কিছু দিন পর পর লিভার এর পূর্ণ চেক-আপ যে কোন ধরনের লিভার জনিত সমস্যা হতে বেঁচে থাকতে সহায়তা করে। কাজেই, দেরি না করে এখনই আবেদন করুন। এই প্যাকেজ-এর মধ্য নিন্মলিখিত টেস্ট গুলো অন্তর্ভুক্তঃ - Complete Blood Count (CBC) - Prothrombin Time (PT) - LFT: o S. Bilirubin o SGPT o SGOT o S. Total Protein o Albumin o Globulin with A/G Ratio - HBsAg (Hepatitis-B Screening) - USG of Whole Abdomen বি দ্রঃ ‘USG of Whole Abdomen’ করার ক্ষেত্রে রোগীকে কম পক্ষে ০৮ ঘণ্টা খালি পেটে থাকতে হবে। আমাদের হসপিটালে রয়েছে বিশ্বের সর্বাধুনিক মেশিন এবং দক্ষ ডাক্তার ও টেকনিশিয়ান। এছাড়া আমরা সল্প খরচে উন্নত মানের সকল স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি।