সুস্থ থাকতে চাই পর্যাপ্ত ঘুম :...

-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়

শরীরের প্রতিটি অঙ্গ ঠিকমত কাজ করতে হলে এবং আমাদের ব্রেইন ঠিকমত কাজ করার জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন। সাধারণত সুস্থ থাকার জন্য একজন মানুষের দৈনিক ৮ ঘণ্টা নিরবিচ্ছিন্ন ঘুম হওয়া প্রয়োজন। আসুন জেনে নেই , পর্যাপ্ত ঘুম না হলে কি কি সমস্যা হতে পারে : ১। আপনার ব্রেইন ক্লিয়ার হচ্ছে না, ব্রেইন অস্থির থেকে যাচ্ছে। ২। আপনি ক্লান্ত ও দুর্বল বোধ করবেন। ৩। খুব দ্রুত ও সহজে রেগে যাবেন। ৪। আপনাকে বিষণ্ণতা ধরে বসবে , কিছুটা অস্বাভাবিক আচরণ থাকবে। ৫। পর্যাপ্ত ঘুমের অভাবে হৃদরোগ সমস্যা তৈরি হতে পারে। ৬। যে কোন কাজে অস্থিরতা অপর্যাপ্ত ঘুমের আর একটি বড় কারন। ৭। পুরুষদের প্রোস্টেট ক্যান্সার ও মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হবার সম্ভাবনা বৃদ্ধি পায়। ৮। ডায়াবেটিক রোগ হবার সম্ভাবনা বৃদ্ধি পায়। ৯। স্থুলতা বৃদ্ধি পায়। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমুতে যাওয়া , ঘুমাতে যাবার পূর্বে মেডিটেশন করা ও ঘুমাতে যাবার পূর্বে যে কোন ধরনের এক্সারসাইজ হতে দূরে থাকা, নিয়মিত ব্যায়াম ও শারিরিক পরিশ্রম আপনাকে একটি সুন্দর ঘুম উপহার দিতে পারে এবং আপনাকে রাখতে পারে রোগমুক্ত ও সুস্থ্য। ( এই স্বাস্থ্য টিপসটি শুধুমাত্র ওয়েব সাইটটির প্রাথমিক উপস্থাপনের জন্য স্যাম্পল (উদাহরন) স্বরূপ , যেকোনো পদক্ষেপের পূর্বে ডাক্তার এর সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে । )

লেখক পরিচিতিঃ

profile thumbnail

-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়

Dr. Jupitar a Planet

কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট

বি পি টি ( ইউ কে ), ডি পি টি (বি এম সি) পি জি ডি এক্সারসাইজ

স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য ....

স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য ...

About

মানুষের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। এই ওয়েবসাইট ব্যবহার করে যদি কোন ব্যক্তি সামান্য উপকৃত হন, যদি আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা সেবা পাওয়ার পথ কিছুটা সহজ হয় তবেই আমরা সার্থক।

Disclaimer

প্রদত্ত তথ্য সমূহ রেজিস্টার্ড ইউজার কর্তৃক প্রদত্ত, যে কোন পদক্ষেপ নেয়ার পূর্বে ডাক্তার বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে নিন।