প্রাথমিক পর্যায়ে পরীক্ষা ছাড়া গ্লুকোমা অনুভব করা মুশকিল কাজেই মাঝেমাঝে চোখ পরীক্ষা করান
-- সংগৃহীত ছবি, বাস্তব ইমেজ নয়
কি কি সেবা 'daktaar.com' থেকে পেতে পারেনঃ - আপনার যে টেস্টটি করানো প্রয়োজন তার জন্য একটি হসপিটাল বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান কি মূল্য নিয়ে থাকে তা অনলাইনে ঘরে বসেই জানতে পারবেন। - কোন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে কোন কোন ডাক্তার কখন, কবে চেম্বারে রোগী দেখবেন তা অনলাইনে বা ঘরে বসেই জানতে পারবেন। - উক্ত ডাক্তারের “APPOINTMENT” ঘরে বসে অনলাইনেই দিতে পারবেন। চেম্বারের কন্টাক্ট নাম্বার কালেক্ট করা, ফোন করে ডাক্তার কবে বসবেন, কখন রোগী দেখবেন ইত্যাদির আর প্রয়োজন নেই। শিডিউল ক্যালেন্ডারেই তা দেখতে পারবেন। - ধরেনিন আপনার নিকট কোন আত্মীয়ের যে কোন ধরনের সার্জারির প্রয়োজন, তাহলে উক্ত সার্জারি কোন কোন ডাক্তার করান, কোথায় করানো হয়, তার আনুমানিক খরচ কেমন ইত্যাদি এখানেই জানতে পারবেন। তথ্যের অভাবে আমরা অনেক সময় ভুল জায়গায় চিকিৎসা নেই। - আমাদের একটি ব্লাড ব্যাংক পেজ রয়েছে, উক্ত পেজের মাধ্যমে আপনি রক্ত দাতা হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, একই সাথে আপনার প্রয়োজনে আপনি রক্তের জন্য আবেদন ও করতে পারবেন। - আমরা চেষ্টা করছি স্বাস্থ্য খাতে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে, যাতে যে কোন রোগ প্রতিরোধ ও তার প্রতিকার সহজ হয়। পরিশেষঃ আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন । ============ এই আর্টিকেলটি শুধুমাত্র ওয়েবসাইটের প্রদর্শনীর উদ্দেশ্যে ‘ডেমো’ বা ‘স্যাম্পল’ বা ‘উদাহরণ’ স্বরূপ ‘dakaar.com’ এর এডমিন হতে দেয়া হয়েছে। কাজেই প্রদর্শিত তথ্যসমূহ সঠিক না হতে পারে। যে কোন পদক্ষেপের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। ===========